চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে শুরুটা ভালো হয়নি চেলসির। দলবদলের বাজারে কাড়ি কাড়ি টাকা খরচের পর লিগের প্রথম ছয় ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিন ম্যাচে। দুই হারের পাশাপাশি ড্র করেছে এক ম্যাচে। এরপর চ্যাম্পিয়ন্স লিগেও দলটা বাজে পারফর্ম্যান্সের ধারা থেকে বেরোতে পারেনি। গত রাতে ডিনামো জাগরেবের মাঠ থেকে হেরে এসেছে ১-০ গোলে।
দলের এমন পারফর্ম্যান্সের জন্য কোচ থমাস টুখেলের ওপর চাপ যে আসবে, এ নিয়ে কোনো সন্দেহই ছিল না। তবে তাই বলে একেবারে বরখাস্তই করে দেওয়া হবে জার্মান এই কোচকে, সেটাও ভাবেনি কেউ। চেলসির ওয়েবসাইটে এই ঘোষণা একটা চমক হিসেবেই এসেছে সবার কাছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ