বায়ার্ন মিউনিখ ছেড়ে চলতি মৌসুমে বার্সেলোনায় এসেছেন পোলিশ স্ট্রাইকার লেভানদভস্কি। লা লিগায় এসেই বাজিমাত করছেন, গোলের তুবড়ি ছোটাচ্ছেন। এবার চ্যাম্পিয়ন্স লিগেও জাত চেনালেন আবারও।
গতকাল ছিল চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার প্রথম ম্যাচ। সেই ম্যাচে ৫-১ গোলে ভিক্তোরিয়া প্লজেনকে হারিয়েছে কাতালান জায়ান্টরা। সেই ম্যাচেও লেভার ঝলক, করেছেন দাপুটে হ্যাটট্রিক।
বার্সেলোনায়ে আসার পর সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫ ম্যাচে ৮ গোল করেছেন লেভা। চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে ৩ গোল আর লা লিগায় ৪ ম্যাচে ৫ গোল।
প্লজেনের বিপক্ষে হ্যাটট্রিকে রেকর্ডও গড়েছেন লেভা। প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করলেন তিনি।
এমন খেলোয়াড়ের প্রশংসা করতে গিয়ে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলে ফেললেন,‘আমি লেভার প্রেমে পড়ে গেছি!’
জাভি কেবল লেভার গোলেই মুগ্ধ নন, তার খেলার ধরনেও বেশ সন্তুষ্ট বার্সা কোচ। বললেন ‘লেভা হ্যাটট্রিক করেছে। কিন্তু সে শুধু নিজেই খেলে না, দলকেও খেলায়। সে তৃতীয় ব্যক্তিকেও জানে এবং কোথায় ফাঁকা হবে সেটা খুব ভালোভাবে বুঝতে পারে। আমি তার প্রেমে পড়ে গেছি। দুর্দান্ত এক চুক্তি করেছি আমরা।’
বিডি প্রতিদিন/নাজমুল