সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ১১৩ রানের বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে কিউইদের ১৯৬ রানের টার্গেট দেয় অজিরা।
জবাবে ব্যাট করতে নেমে ৮২ রানেই গুটিয়ে গেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে কিউইরা।
মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ে ফেরার পর অধিনায়ক কেন উইলিয়ামসনও সুবিধা করতে পারেননি, ফিরেছেন ১৭ রানে। এরপর নিউজিল্যান্ডের মাত্র দুই ব্যাটার ১০ রানের ঘর ছাড়াতে পেরেছেন, বাকিরা ছিলেন আসা যাওয়ার মাঝে।
অজিদের হয়ে বলে কাঁপন তুলেছেন অ্যাডাম জাম্পা, একাই নিয়েছেন ৫ উইকেট। মিশেল স্টার্ক ও সেন অ্যাবট নিয়েছেন দুইটি করে উইকেট।
যদিও প্রথমে ব্যাট করতে নেমে অজিরাও বিপর্যয়ে পড়ে। শেষে দিকে দলের হাত ধরেন মিশেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড। ১২ রানে ২ উইকে এবং ব্যাট হাতে ৪৫ বলে ৩৮ রান করে ম্যাচ সেরা হয়েছেন স্টার্ক।
বিডি প্রতিদিন/নাজমুল