ফাইনালের দৌড় থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে উভয় দল। সুপার ফোরের আজকের ম্যাচে নিয়ম রক্ষার্থে মাঠে নেমেছে ভারত ও আফগানিস্তান। এই ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান।
রোহিত বিশ্রামে থাকায় আজ ওপেনিংয়ে নেমে দারুণ সূচনা করেছে ভারত। বিরাট ও রাহুলের ব্যাট থেকে দুই-দু’টি অর্ধশতকে ভারতের সংগ্রহ ১২ ওভার শেষে ১১১ । কোহলি ৩৩ বলে করেছেন ৫১ রান করেছেন আর রাহুল ৩৬ বলে ৫২।
ভারত একাদশ :
লোকেশ রাহুল (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, দীপক হুডা, অক্ষর পাটেল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আরশদীপ সিং ও দীপক চাহার।
আফগান একাদশ :
হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমাতউল্লাহ উমারজাই, নাভিন-উল-হক, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকি।
বিডি-প্রতিদিন/শফিক