২১৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯ রানে ৪ উইকেট নেই আফগানিস্তানের। এর মধ্যে নাজিবুল্লাহ জাদরান ২, রহমানউল্লাহ গুরবাজ ১ ও হজরতউল্লাহ জাজাই ৪ বল খেলে শূন্য রানে ফিরেছেন। আর করিম জানাত ৪ বল খেলে ২ রান করে ক্যাচ আউট হয়ে ক্রিজ ছেড়েছেন।
এর আগে, টস হেরে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ২১২ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। ম্যাচে ১১টি টার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন বিরাট কোহলি। এর মধ্যে প্রায় ৩ বছর পরে সেঞ্চুরি করলেন কোহলি। নির্ধারিত ২০ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য আফগানিস্তানের দরকার ২১৩ রান।
ভারত একাদশ :
লোকেশ রাহুল (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, দীপক হুডা, অক্ষর পাটেল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আরশদীপ সিং ও দীপক চাহার।
আফগান একাদশ :
হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমাতউল্লাহ উমারজাই, নাভিন-উল-হক, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকি।
বিডি-প্রতিদিন/শফিক