ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সোমবার সন্ধ্যায় তাঁদের বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করে। ঘোষিত দলে জায়গা পাওয়ায় অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিক স্বপ্ন পূরণ হয়েছে বলে ফেসবুক পোস্টে জানান। বিশ্বকাপ দলে নিজের নাম দেখার পরে ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পোস্টে স্বপ্ন পূরণের কথা জানান তিনি।
সেই পোস্টে কার্তিক লেখেন, 'স্বপ্ন সত্যি হয়েছে।'
সর্বশেষ আইপিএলে ব্যাট হাতে দারুণ পারফর্ম করার সুবাদে আবারো জাতীয় দলের জার্সিতে সুযোগ মেলে কার্তিকের। সুযোগ পেয়েই এই ব্যাটার গেল আফ্রিকা সফরের টি-টোয়েন্টি সিরিজে নিজের সক্ষমতা দেখান। ক্যারিয়ারের প্রথম অর্ধ-শতকের দেখা পান, একইসাথে দলকে জেতান ম্যাচ।
আফ্রিকায় এমন রান করার ফলে সদ্য সমাপ্ত এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা মেলে কার্তিকের। তবে তেমন কিছুই করে দেখাতে পারেননি ব্যাট হাতে। অবশ্য টিম ম্যানেজমেন্ট কার্তিকের উপর থেকে আস্থা হারাননি, সর্বশেষ ঘোষিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের দলেও জায়গা মিলেছে এই উইকেটকিপার ব্যাটারের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ