নাজমুল হোসেন শান্তর টি-টোয়েন্টিতে কোন উল্লেখযোগ্য অর্জন নেই। টপ অর্ডারে খেলে স্ট্রাইকরেট ১০৪ আর ব্যাটিং গড় ১৮.৫০, সর্বোচ্চ ইনিংস ৪০ রানের। তারপরও শান্তকে দলে নেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আওড়ালেন তার ঘরোয়া পারফর্ম্যান্সের কথা। বিপিএলে স্থানীয় প্লেয়ারদের মধ্যে শান্ত সেঞ্চুরি করার দিক থেকেও এগিয়ে এমন যুক্তিই দেখালেন নান্নু। অবশ্য এবার নতুন নয়, শান্তকে দলে নেওয়ার প্রশ্নে নান্নু বারবারই এই যুক্তিই দেখিয়েছেন।
মানহীন ঘরোয়ার ক্রিকেটের পারফর্ম্যান্স বিবেচনায় এনামুল বিজয়কে দলে টেনেও সুবিধা করতে পারেনি বিসিবি। এশিয়া কাপের মঞ্চে ব্যর্থতার পর বিজয় আর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি। শান্তও ঘরোয়ার ‘ভালো’ পারফর্মার, তবে আন্তর্জাতিকে ধারাবাহিকভাবে তিনি কোনো ফরম্যাটেই ভালো করতে পারেননি। কালেভদ্রে অবশ্য দু’একটা ভালো ইনিংস তিনি খেলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া মোহাম্মদ নাঈম শেখকে ‘সহজাত’ ব্যাটার আখ্যা দেওয়া টি-টোয়েন্টি দলের কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম এবার নাজমুল শান্তকে বললেন ‘ইম্প্যাক্টফুল’। মানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা শান্তর ব্যাটে আছে আরকি। যদিও জিম্বাবুয়েতে ভালো করতে না পারার কারণেই এবারের এশিয়া কাপের দলে ডাক পাননি শান্ত।
শান্তকে দলে নেওয়ার বিষয়ে শ্রীরাম বলেন, ‘আমি মনে করি সে (শান্ত) অনেক ভালো খেলোয়াড়। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রয়োজনীয় টেম্পারমেন্ট ওর আছে। আমি অল্পবিস্তর যা দেখেছি, ব্যাটিং করতে দেখেছি; আমার মনে হয়েছে ওর সেই টেম্পারমেন্ট আছে।’
ইমপ্যাক্ট শান্তর মধ্যে আছে জানিয়ে শ্রীরাম বলেন, ‘বাউন্সি উইকেটে খেলার মতো সামর্থ্য ওর (শান্ত) রয়েছে যে হরিজন্টাল শট খেলতে পারে। তাই আমার মনে হয়, আমরা যে ইমপ্যাক্ট খুঁজছি সেটি ওর মধ্যে রয়েছে।’
বিডি প্রতিদিন/নাজমুল