ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ম্যাচে নেপালের বিপক্ষে বড় ব্যবধানের হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ ফুটবল দল।
আজ মঙ্গলবার দশরথ স্টেডিয়ামে শুরুতে বাংলাদেশ ভালোই শুরু করেছিল। পরে প্রথমার্ধেই স্বাগতিক নেপালের বিপক্ষে ০-৩ গোলে পিছিয়ে যায়। প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন অঞ্জন বিষ্টা।
শেষমেষ ম্যাচটিতে ৩-১ গোলের ব্যবধানে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়েন জামাল ভূঁইয়ারা।
বিডি প্রতিদিন/আরাফাত