আসন্ন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ। সোমবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করেন।
এর আগে, ভারতীয় গণমাধ্যম বিভিন্ন বরাত দিয়ে তার বিশ্বকাপে খেলা অনিশ্চিত বলে জানিয়েছিল। তবে ভারতীয় বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অবশেষে সেই বিষয়টি নিশ্চিত করলো বোর্ড।
বিবৃতিতে বলা হয়, পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জশপ্রীত বুমরাহ খেলতে পারবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম। বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিঠের চোটের কারণে প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন বুমরাহ। এরপর বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন তিনি। বিশ্বকাপের জন্য শিগগিরই বুমরাহর জায়গায় অন্য খেলোয়াড়ের নাম ঘোষণা করবে বিসিসিআই।
বিডি প্রতিদিন/এমআই