৪ অক্টোবর, ২০২২ ১১:২৩

ইন্দোনেশিয়ার ঘটনায় ফিফা সভাপতির সমবেদনা

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার ঘটনায় ফিফা সভাপতির সমবেদনা

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় লিগের ম্যাচ শেষে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল সমর্থকরা। শনিবার রাতের এই ঘটনায় প্রায় ২০০ সমর্থক নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। তবে বিবিসির সূত্র মতে নিহত হয়েছেন ১২৫ জন।

ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ ও পদদলিত হয়ে ১২৫ জনের নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

শনিবার (১ অক্টোবর) ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের কানজুরুজান স্টেডিয়ামে জাভানিজ ডার্বিতে মুখোমুখি হয় আরেমা-পার্সেবায়া। ম্যাচটিতে ২-৩ গোলে হেরে যায় আরেমা। দল হারার পর আরেমার সমর্থকেরা মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও  ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে ভিড়ে পদদলিত হয়ে অনেকের প্রাণহানি ঘটে। এই ঘটনায় আরো প্রায় ২০০ জন আহত হয়েছেন।

এই ঘটনাকে ইন্দোনেশিয়ার ফুটবল ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে উল্লেখ করেছে ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। এছাড়াও এই ঘটনার প্রতিক্রিয়ায় ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, ‘ইন্দোনেশিয়ায় যে ট্র্যাজিক ঘটনা ঘটেছে, তাতে ফুটবল বিশ্ব শোকে স্তব্ধ। ফুটবলের সঙ্গে জড়িত সবার কাছে এটি একটি কালো রাত এবং এই বিয়োগাত্মক ঘটনা ব্যাখ্যার অতীত।’

তিনি সমবেদনা জানিয়ে আরো বলেন, ‘যারা এই দুর্ঘটনার শিকার, এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার এবং বন্ধু-বান্ধবদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর