৪ অক্টোবর, ২০২২ ১২:৫৮

টেস্টে ফিরবেন না মঈন আলী

অনলাইন ডেস্ক

টেস্টে ফিরবেন না মঈন আলী

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী

ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের অল রাউন্ডার মঈন আলী টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ২০২১ সালে। ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের কোচ হওয়ার পর সাদা পোশাকে ফেরার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেছিলেন, ম্যাককালাম চাইলে নিশ্চয়ই পাকিস্তান সফরে খেলব।

তবে মঈন আলী অবসর ভাঙছেন না। ম্যাককালামের সঙ্গে ফোনালাপে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

২০১৪ সালে টেস্টে অভিষেক হওয়া মঈন আলীর ৬৪ টেস্টে মোট রান ২৯১৪ গড়ে ২৮.২৯। এই সময় উইকেট নিয়েছেন ১৯৫টি। আগামী ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে ৩টি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। কিন্তু রাউলাপিন্ডি, মুলতান এবং করাচির এই ম্যাচে দেখা যাবে না তাকে।

মঈন আলী বলেন, ম্যাককালামের সঙ্গে আমার আন্তরিক কথা হয়েছে। সোমবার ডেইলি মেইলে তিনি লেখেন, আমি তাকে (কোচকে) আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।

তিনি বলেন, আমার মনে হয় না, এক মাস হোটেলে আটক থেকে মাঠে আমি আমার সেরাটা দিতে পারব। আমি আমার ক্রিকেটটা উপভোগ করতে চাই। সিদ্ধান্ত বদলে টেস্টে ফিরে নিজের সেরাটা দিতে না পারা মোটেই ঠিক হবে না। এটাই সময় টেস্টে ফেরার দরজা বন্ধ করার। ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্ট খেলতে পেরে আমি গর্বিত।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর