৬ অক্টোবর, ২০২২ ১০:০৭

বাংলা ওয়াশ: ঐক্যের ডাক দিলেন সোহান

অনলাইন ডেস্ক

বাংলা ওয়াশ: ঐক্যের ডাক দিলেন সোহান

নুরুল হাসান সোহান (ফাইল ছবি)

নির্ধারিত সময়ে পৌঁছাননি। তাই ‘বাংলা ওয়াশ’ নামে তিন জাতির টি-২০ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সাকিব। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও স্বাগতিক নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। আগামীকাল শুরু হচ্ছে তিন জাতির টুর্নামেন্ট। গতকাল দলের প্রস্তুতি, পরিকল্পনা নিয়ে কথা বলেন সোহান।

দলের পরিবেশ জানাতে গিয়ে সোহান বলেছেন, ‘আমাদের দলের পরিবেশ খুবই ভালো।’

রণকৌশল ও পরিকল্পনা সাজাতে সাকিবের অপেক্ষাতেও নেই তারা, ‘সবচেয়ে বড় যে জিনিসটা, আমাদের সবার কাছে একটা বার্তাই দেওয়া হচ্ছে যে, আমরা যেন ফলাফল নিয়ে চিন্তা না করি। আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ফল কী হবে তা আগে থেকে অনুমান করার সুযোগ নেই।’

৭ অক্টোবর থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ভালো ফলের প্রত্যাশায় আছে। এজন্য ব্যক্তিগত পারফরম্যান্সের থেকে দলীয় পারফরম্যান্সে জোর দিয়েছেন সোহান, ‘আমরা যদি আমাদের কাজগুলো সততার সঙ্গে পরিশ্রম দিয়ে করতে থাকি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো দল হিসেবে খেলা। ব্যক্তিগতভাবে চিন্তা না করে আমরা যদি দল হিসেবে চিন্তা করি, কারণ, ১১ জনই হয়তো পারফর্ম করবে না। আমার মনে হয় যে, যার যে পরিস্থিতিতে দলের জন্য যতটুকু করা দরকার ওইটা যদি আমরা করতে পারি- আমাদের সবার মনোযোগ ওখানেই থাকে, আমরা দলের জন্য পরিস্থিতি অনুযায়ী পারফর্ম করতে পারি। তাহলে ভালো কিছু হবে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর