২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:৫৮

ওয়েলিংটন টেস্ট; ছিটকে গেলেন কনওয়ে

অনলাইন ডেস্ক

ওয়েলিংটন টেস্ট; ছিটকে গেলেন কনওয়ে

ওয়েলিংটন টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভন কনওয়ে। মূলত চোটের কারণে চলমান টেস্টে আর মাঠা নামা হচ্ছে না এই কিউই ওপেনারের।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের চতুর্থ দিনের শেষ বিকেলে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন কনওয়ে। এ সময় তার ডান কুঁচকিতে টান লাগায় সঙ্গে সঙ্গে মাঠ থেকে উঠে যান। পরে জানা যায় পুরো ম্যাচেই তাকে আর পাওয়া যাচ্ছে না।

ওয়েলিংটনে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শূন্য রানে বিদায় নেন কনওয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ফিরে এসেছেন তিনি। টম লাথামকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে যোগ করেছেন ১৪৯ রান। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫৫ বলে ৬১ রান।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর