মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে ২১০ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার লিটন কুমার দাস ফিরেছেন ৭ রানে। অধিনায়ক তামিম ইকবাল থিতু হওয়ার চেষ্টা করেও থেমেছেন ২৩ রানে।
তিনে নামা নাজমুল হোসেন শান্ত অবশ্য একপ্রান্ত আগলে রাখেন। দলের দুঃসময়ে শান্ত খেলেছেন ৫৮ রানের কার্যকর ইনিংস। বিপরীতে দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিক করেছেন ১৬ রান। সাকিব আল হাসানও ফিরেছেন মাত্র ৮ রানে।
মাহমুদউল্লাহ রিয়াদ ৪৮ বলে ৩১ রানের লড়াকু ইনিংস খেললেও দলকে খুব একটা সামনে এগিয়ে নিতে পারেননি। শেষ দিকে তাসকিনের ১৮ বলের ১৪ রানের ইনিংসে ভর করে ২ ওভার ৪ বল বাকি থাকতেই ২০৯ রানে অলআউট হয় টাইগাররা।
ইংল্যান্ডের হয়ে মঈন আলি, জফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদ নিয়েছেন দুইটি করে উইকেট।
বিডি প্রতিদিন/নাজমুল