১৩ মার্চ, ২০২৩ ১৮:১৭

আহমেদাবাদ টেস্টে জিতল না কেউ

অনলাইন ডেস্ক

আহমেদাবাদ টেস্টে জিতল না কেউ

শেষ পর্যন্ত আহমেদাবাদ টেস্ট ড্র হয়েছে। আগেই অনুমান করা গিয়েছিল আহমেদাবাদ টেস্টের কপালে ড্র লেখা আছে। এদিনেই জানা গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার দল।

আহমেদাবাদে ১৫-১৬ ওভারের মতো সময় হাতে রেখে ২৬৬ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। এর পরই ড্র মেনে নেয় দুই দল। 

বিনা উইকেটে ৩ রান নিয়ে কাল রবিবার চতুর্থ দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। শেষ দিনে ড্র নিশ্চিতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল সাধ্য মতো ব্যাট করা।

মরা পিচে ট্রাভিস হেডের ১৬৩ বলে ৯০ ও মারনাস লাবুশেনের ২১৩ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস প্রয়োজন মেটাতে পেরেছে অস্ট্রেলিয়া। ২ উইকেটে ১৭৫ রানে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ঘোষণার পর ড্র মেনে নেয় দুই দল।

ফলে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। এ নিয়ে টানা চতুর্থবার বোর্ডার-গাভাস্কার ট্রফি ২-১ স্কোরলাইনে শেষ হল।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর