পাঁচ ম্যাচের ব্যর্থতা কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে চেনা ছন্দ ফিরে পেয়েছেন লিটন কুমার দাস। অর্ধশতক হাঁকিয়েও ছুটছেন এই টাইগার ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লিটন ৫১ বলে তুলেছেন ৭১ রান। তাকে সঙ্গ দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া যায়নি চেনা লিটনকে। প্রথম দুই টি-টোয়েন্টিতেও তিনি ছিলেন ছন্নছাড়া। ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচে চারবারই লিটন আউট হয়েছেন দশ রানের নিচে।তবে শেষ ম্যাচে এসে দেখা মিলল এক নান্দনিক লিটনের। যার ব্যাটে ভর করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ মাত্র ১ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ১৩১ রান।
বিডি প্রতিদিন/নাজমুল