৫ এপ্রিল, ২০২৩ ১৪:০৯

সেঞ্চুরির দ্বারপ্রান্ত থেকে ফিরলেন সাকিব

অনলাইন ডেস্ক

সেঞ্চুরির দ্বারপ্রান্ত থেকে ফিরলেন সাকিব

ছবি এএফপির।

বেশ ভালোই এগিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম ও অধিনায়ক সাকিব আল হাসান। খেলা টেস্ট হলেও দুজনে ওয়ানডে মেজাজে ব্যাটিং করছিলেন। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে ছিলেন সাকিব। ঠিক সে সময়েই আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। 

আজ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে অ্যান্ডি ম্যকব্রেইনের অফ স্টাম্পের বাইরের একটা বল লেগসাইডে ঘোরাতে গিয়ে কিপারের হাতে ক্যাচ তুলে দেন সাকিব। শেষ হয় তার ৯৪ বলে ১৪ বাউন্ডারিতে ৮৭ রানের ইনিংস। এর মাধ্যমেই অবসান হয় ১৫৯ রানের চতুর্থ উইকেট জুটির। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২১০ রান।

এদিন ২ উইকেটে ৩৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। গতকাল শেষ বলে তামিম ইকবাল আউট হওয়ায় আজ নতুন ব্যাটার হিসেবে মাঠে নামেন মুশফিকুর রহিম। দিনের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান মুমিনুল হক। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। ১৭ রান করে মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড হয়ে যান। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। উইকেটে আসেন সাকিব আল হাসান। শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন বাংলাদেশ অধিনায়ক। মুশফিকের সঙ্গে তার জুটি জমে যায়।

উল্লেখ্য, লাল বলে সাকিব সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৭ সালের ১৫ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে। সেদিন তিনি ১১৬ রানের ইনিংস খেলেছিলেন। এরপরের ২৯ ইনিংসে কোনো সেঞ্চুরি ছিল না। তবে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন ৮টি।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর