এবার পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও স্বজাতির কাছ থেকেই খোঁচা খেলেন। হালের ক্রেজ তোলা পেসার শাহিন শাহ আফ্রিদিই পূর্বসুরীকে খোঁচাটা মেরেছেন। আর সেই খোঁচার কারণ বাবর আজম।
‘পাকিস্তান অধিনায়ক বাবর আজম কথা বলতে পারেন না, তাই পাকিস্তানের ব্র্যান্ডও হয়ে উঠতে পারেননি’ এমন মন্তব্যই করেছিলেন শোয়েব।
একটি টিভি চ্যানেলে শোয়েব নিজের মত দিয়ে বলেছিলেন, ক্রিকেট খেলা এক কাজ, আর গণমাধ্যম সামলানো আরেক কাজ। শোয়েবের মতে, কথা বলতে না পারলে, টিভি পর্দায় নিজেকে জাহির করা যায় না। আর সেখানেই বাবর আজম ধরা। তিনি পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হওয়া যোগ্যতা রাখার পরও ব্র্যান্ড হয়ে উঠতে পারেননি কেবল কথা বলতে না পারার কারণে।এবার শোয়েবকে একহাত নিলেন শাহিন আফ্রিদি। স্থানীয় এক সংবাদমাধ্যমে শোয়েব আখতারের গুণের কথা বলতে গিয়ে শাহিন বলেছেন, ‘সে খুব ভালো ব্র্যান্ড বানাতে পারে!’
বিডি প্রতিদিন/নাজমুল