বয়স পেরিয়ে গেছে ৪০ বছর। তবে ফুটবলের সবুজ আঙিনায় এখনই থামছেন না পেপে। পোর্তোর সঙ্গে নতুন চুক্তি করেছেন পর্তুগিজ ডিফেন্ডার।
পেশাদার ফুটবলে নিজের ২৩তম মৌসুম শেষের পথে থাকা পেপের সঙ্গে চুক্তির মেয়াদ ১২ মাস বাড়ানোর কথা এক বিবৃতি দিয়ে জানায় পোর্তো। দ্বিতীয় মেয়াদে পাঁচ মৌসুম ধরে স্বদেশের ক্লাবটিতে আছেন পেপে। এই মৌসুমে এখন পর্যন্ত তিনি খেলেছেন ২৮ ম্যাচ। দুই মেয়াদে পোর্তোর হয়ে চারটি লিগসহ ১২টি শিরোপা জেতেন তিনি।
এর আগে, রিয়াল মাদ্রিদে ১০ বছরের অধ্যায়ে জিতেছেন তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা। জাতীয় দল পর্তুগালের হয়ে জিতেছেন ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০১৮-১৯ নেশন্স লিগ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ