৬ মে, ২০২৩ ১৮:০৬

এশিয়ান গেমসে পাঠানো হচ্ছে না বাংলাদেশ ফুটবল দলকে!

অনলাইন ডেস্ক

এশিয়ান গেমসে পাঠানো হচ্ছে না বাংলাদেশ ফুটবল দলকে!

ফাইল ছবি

এবার এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ পুরুষ ফুটবল দলকে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও নারী ফুটবল দলকে এই আসরে পাঠানো হয়েছে। 

আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন ও বিওএর কোষাধ্যক্ষ এ কে সরকার গণমাধ্যমকে জানিয়েছেন পারফরম্যান্স বিবেচনায় জামাল ভূঁইয়াদের না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরাও নাকি বিষয়টি নিয়ে তেমন কিছু বলেনি।

অবশ্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিষয়টা না জানার কথা জানিয়ে বলেছেন, তিনি খোঁজ নিয়ে দেখবেন।

২০১৮ সালে সর্বশেষ এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বাংলাদেশ। জামালের গোলে কাতারকে হারিয়ে ইতিহাস গড়েছিল লাল-সবুজের বাহিনী। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর