ইডেন গার্ডেন্সে এসে কলকাতাকে উড়িয়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের মাঠে ফিরতি ম্যাচে মুখ থুবড়ে পড়ল রাজস্থানের। ৫৯ রানেই শেষ হয়ে গেল তাদের ইনিংস।
রবিবার জয়পুরে কোহলি-ডু প্লেসিদের ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৯ রানেই গুটিয়ে যায় রাজস্থান। ম্যাচ হারল ১১২ রানের বড় ব্যবধানে। এতে প্লে-অফের দৌড়েও বড় ধাক্কা খেল বাটলার-স্যামসনরা। তারা এখন পয়েন্ট টেবিলের ছয়ে নেমে গেছে। অন্যদিকে, ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এলো আরসিবি।
৫৯ রানে অলআউট। আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ২০০৯ দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হওয়া আইপিএলে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৫৮ রানে অলআউট হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। যা আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা স্বস্তিতে ছিল না আরসিবিও। ফ্র্যাঞ্চাইজিটির ‘বিষফোড়া’ দলের মিডল অর্ডার আজও রানে ফিরতে ব্যর্থ। প্রতি ম্যাচেই ঘুরেফিরে দলকে টেনে নিচ্ছেন বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলরা। অবশ্য আজ ইনিংস বড় করতে পারেননি কোহলিও।
ডু প্লেসির সঙ্গে জুটি বেঁধে উদ্বোধনী জুটিতে পঞ্চাশ করেছিলেন। কিন্তু ব্যক্তিগত ১৮ রানে সাজঘরে ফিরতে হয় কোহলিকে। মিডল এবং লেগ স্টাম্পের মাঝামাঝি বল করেছিলেন কেএম আসিফ। কোহলি বলটি বুঝতেই পারেননি। ব্যাটের কানায় লেগে ওপরে ওঠে যায়। একস্ট্রা কভারে ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল।
এরপরে আরসিবির ইনিংস টানতে থাকেন ডু প্লেসি এবং ম্যাক্সওয়েল। ৪৪ বলে ৫৫ রান করে থামেন ডু প্লেসি। অপরপ্রান্তে ঝড় তুলছিলেন ম্যাক্সওয়েল। ৩৩ বলে তার ৫৪ রানে মেরেছেন ৫টি চার এবং ৩টি ছক্কা। এরপর আর কেউই ভালো করতে পারেননি। আরসিবির ইনিংস থামে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানে।
রাজস্থানের হয়ে ২টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও আসিফ। এছাড়া একটি উইকেট সন্দীপ শর্মার।
হাতের নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে রাজস্থান। স্বপ্নের মতো একটা টুর্নামেন্ট খেলা যশস্বী ফেরেন গোল্ডেন ডাক হয়ে। রানের খাতা খুলতে পারেননি ইংলিশ মারকুটে ব্যাটার জস বাটলারও। সঞ্জু স্যামসন করেন মোটে ৪ রান। রাজস্থানের ব্যাটারদের মধ্যে মাত্র দু’জন দু’অঙ্কের রান করতে পেরেছেন। জো রুট (১০) এবং শিমরন হেটমায়ার (৩৫)।
বেঙ্গালুরুর হয়ে ওয়েন পারনেল ৩ ওভারে ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া দুটি করে উইকেট মাইকেল ব্রেসওয়েল এবং কর্ণ শর্মার। একটি করে উইকেট মহম্মদ সিরাজ এবং গ্লেন ম্যাক্সওয়েলের।
বিডি-প্রতিদিন/বাজিত