২৯ মে, ২০২৩ ২১:৪৭

চ্যাম্পিয়ন হতে চেন্নাইর দরকার ২১৫ রান

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়ন হতে চেন্নাইর দরকার ২১৫ রান

আইপিএলের চলতি আসরের ফাইনালে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ২১৫ রানের টার্গেট দিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।

রিজার্ভ ডেতে গড়ানো ফাইনালে টস জিতে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠান ধোনি। শুরুতেই ঝড় তোলেন গুজরাটের দুই ওপেনার ঋগ্ধিমান সাহা ও শুভমান গিল। ৩৯ বলে ৫৪ রান করেছেন ঋগ্ধি। আর গিল থেমেছেন ২০ বলে ৩৯ রানে। 

৪৭ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সাই সুদর্শন। ১২ বলে ২১ রান করেছেন গুজরাটের অধিনায়ক হার্দিক।

গতকাল রবিবার রাত সাড়ে আটটায় আইপিএলের ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত কালকে আর ম্যাচটি মাঠে গড়ায়নি। আজ সোমবার রাত আটটায় শুরু হয় গুজরাট-চেন্নাইর চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর