জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে ষষ্ঠ স্থান পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে টুর্নামেন্টের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় দলকে ৫-১ গোলে হারিয়ে পঞ্চম হয়েছে জাপান।
বিজয়ী দলের হয়ে তানাকা দুটি এবং শিগেয়ামা, সায়েকি ও মাতসুজাকি একটি করে গোল করেন। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি শোধ দেন তাসিন আলী।
জুনিয়র এশিয়া কাপের ‘বি’ গ্রুপে খেলে বাংলাদেশ চার ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করে। ফলে গ্রুপ পর্ব শেষে লাল-সবুজদের খেলতে হয় স্থান নির্ধারণী ম্যাচ। যেখানে গত মঙ্গলবার সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু এই ম্যাচে শক্তিশালী জাপানের সামনে দাঁড়াতেই পারেনি লাল-সবুজরা। ফলে যথারীতি বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।বিডি প্রতিদিন/আরাফাত