১ আগস্ট, ২০২৩ ১৩:১১

মেসির সঙ্গে অবসরের পরিকল্পনা সুয়ারেজের

অনলাইন ডেস্ক

মেসির সঙ্গে অবসরের পরিকল্পনা সুয়ারেজের

লুইস সুয়ারেজ (বামে), লিওনেল মেসি (ডানে)

আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসি যোগ দেওয়ার পর থেকে গুঞ্জন লুইস সুয়ারেজকে নিয়ে। আলোচনা হচ্ছিল- আবারও হয়তো দেখা যাবে মেসি-সুয়ারেজ চমক। তবে সুয়ারেজের বর্তমান ক্লাব গ্রেমিও তাকে না ছাড়ায় আমেরিকার ক্লাবটিতে যোগ দিতে পারছেন না এই উরুগুয়ান স্ট্রাইকার। তবুও মেসির সঙ্গে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন সুয়ারেজ।

উরুগুয়ান টিভি শো পুন্তো পেনালকে সুয়ারেজ বলেন, 'মেসি ও আমি একসঙ্গে অবসরের স্বপ্ন দেখি। বার্সেলোনায় থাকার সময় আমরা সবসময় এই পরিকল্পনা করেছিলাম। এক বছর পরই আমি অ্যাটলেটিকোতে গেলাম এবং সে চলে গেলো পিএসজিতে।'

তিনি আরও বলেন, 'আমরা এই স্বপ্ন দেখতাম এবং বলতাম যে বার্সেলোনার পর আমরা যুক্তরাষ্ট্রে যেতে পারি। কিন্তু ওই সময় কিছু হয়নি। এখন সে ওখানে গিয়েছে এবং আপনারা দেখবেন, সে খুশি এবং আমরা আশাবাদী কোনও একটা সময় ওই সম্ভাবনার বাস্তবায়ন হবে।'  


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর