২৯ আগস্ট, ২০২৩ ১৬:৫০

ভাগ্য দোষে বড় শিরোপা জিততে পারছে না ভারত, মনে করেন গাভাস্কার

অনলাইন ডেস্ক

ভাগ্য দোষে বড় শিরোপা জিততে পারছে না ভারত, মনে করেন গাভাস্কার

অনেকদিন ধরেই আইসিসির উল্লেখযোগ্য কোনো শিরোপা জিততে পারেনি ভারত। এই ব্যর্থতার দায়েই বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছে। রোহিতের অধীনে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুবিধা করতে পারেনি ভারত। ভালো দল নিয়ে কেনো ভালো ফল করতে পারছে না ভারত, আসন্ন বিশ্বকাপ সামনে রেখেই ফের জোরালো হচ্ছে সেই প্রশ্নটা।

ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার মনে করেন ভাগ্যের কাছেই মার খাচ্ছে ভারত। ভাগ্যই ভারতকে বড় শিরোপা জিততে দিচ্ছে না। 

সুনীল গাভাস্কার বলেছেন, ‘আমাদের অনেক মেধা আছে, তবে নকআউট পর্বে নির্দিষ্ট দিনে আপনার ভাগ্য দরকার। নকআউট পর্বে যেসব ম্যাচে আমরা হেরেছি, তাকালে দেখবেন, বরাবরই ভাগ্য খারাপ ছিল।’ গত বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালের প্রসঙ্গ টেনে কিংবদন্তি এই ব্যাটসম্যান বলেন, ‘২০১৯ সালে আমাদের এমন একটি ম্যাচ দ্বিতীয় দিনে গড়িয়েছিল।

চারটি বিশ্বকাপে খেলা গাভাস্কার, ‘এমএসডির (২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপজয়ী) দলের দিকে তাকালে দেখবেন- সুরেশ রায়না, যুবরাজ সিং, শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগরা বোলিং করতে পারত। এটা বাড়তি পাওয়া ছিল। ফলে যে দলের অলরাউন্ডার আছে, তারা এগিয়ে থাকবে।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর