৯ নভেম্বর, ২০২৩ ০৯:৩৯

যন্ত্রণামুক্তি পেতে ছুরিকাঁচির নিচে ব্রাজিলের রিচার্লিসন

অনলাইন ডেস্ক

যন্ত্রণামুক্তি পেতে ছুরিকাঁচির নিচে ব্রাজিলের রিচার্লিসন

রিচার্লিসন

কিছু সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাচ্ছেন রিচার্লিসন। টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড নিজেই জানিয়েছেন, খুব শিগগির পেলভিক অস্ত্রোপচার করা হবে তার। চলতি মৌসুমে শুরু থেকে ছন্দ পেতে লড়ছেন রিচার্লিসন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচ খেলে জালের দেখা পেয়েছেন স্রেফ দুবার।

প্রিমিয়ার লিগে গত সোমবার টটেনহ্যামের চেলসির বিপক্ষে ম্যাচের পুরোটা বেঞ্চে বসেই কাটান রিশার্লিসন। তার দল হেরে যায় ৪-১ গোলে। চেলসি ম্যাচের পর ইএসপিএন ব্রাজিলের সঙ্গে আলাপচারিতায় রিশার্লিসন বলেন, অনেকটা সময় ধরেই চোট নিয়ে ভুগছেন তিনি।

তিনি জানান, গত কয়েকটা মাস আমার জন্য সহজ ছিল না। আমার স্বাস্থ্যগত সমস্যা ছিল। আমি এরই মধ্যে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি এবং শিগগির আমার পিউবিসে অস্ত্রোপচার করা হবে। আট মাস ধরে আমি ভুগছি, লড়াই করছি আমার জাতীয় দল এবং ক্লাবের জন্য। যার ফলে নিজের যত্ন নেওয়া হচ্ছে না।

চলতি মাসের বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াডে রাখা হয়নি রিচার্লিসনকে। কাতার বিশ্বকাপ খেলা এই ফুটবলার মনে করেন, ছন্দহীনতার কারণেই তাকে বিবেচনা করেননি কোচ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর