ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে নিউজিল্যান্ডও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ১০ ওভারের আগেই কিউইদের খোয়া গেছে তিন উইকেট।
টম ল্যাথামকে ফিরিয়ে নিউজিল্যান্ড সিরিজে ভাঙনের সূচনা করেন তাইজুল ইসলাম। সেই সাথে ঘরের মাঠে ১৫০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন তাইজুল।
এরপর মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে ফেরেন ডেভন কনওয়ে। ৪ রানে ফেরা ওপেনার ল্যাথামের পর কনওয়েও ফিরেছেন ১৪ রানে। এরপর ব্যক্তিগত ১ রানে হেনরি নিকোলকে ফেরান তাইজুল। সবমিলিয়ে ৩৩ রানেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড।
ঢাকা টেস্টের প্রথম দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৭২ রান তুলতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল।
বিডি প্রতিদিন/নাজমুল