৯ ডিসেম্বর, ২০২৩ ১৪:৫১

৪৩ বলে ১৯৩ রানের অবিশ্বাস্য রেকর্ড (ভিডিও)

অনলাইন ডেস্ক

৪৩ বলে ১৯৩ রানের অবিশ্বাস্য রেকর্ড (ভিডিও)

টি-টেন ক্রিকেটে বিশ্বরেকর্ড। এক ব্যাটার মাত্র ৪৩ বলে ১৯৩ রানের ইনিংস খেলেছেন। এই ইনিংস গড়তে তিনি হাঁকিয়েছেন ২২টি ছক্কা ও ১৪টি চার। প্রতিপক্ষ বোলার দু’ওভারে দিয়েছে ৭৩ রান।

গত মঙ্গলবার এই রেকর্ড হয়েছে ইউরোপীয় ক্রিকেট সিরিজের একটি ম্যাচে। কাতালুনিয়া জাগুয়ারের হয়ে খেলতে নেমে ৪৩ বলে ১৯৩ রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েন হামজা সালিম দার। ৪৪৯ স্ট্রাইক রেটে রান করেছেন হামজা।

টি-টেন ক্রিকেটে এক ইনিংসে এই প্রথম কোনো ব্যাটার এতো রান করলেন। এর আগে সর্বোচ্চ রান ছিল ১৬৩। হামজার ব্যাটে ভর করে ১০ ওভারে ২৫৭ রান করে জাগুয়ার। রান তাড়া করতে নেমে সোহাল হসপিটালেট ৮ উইকেটে ১০৪ রান করে। এতে ১৫৩ রানে হারে তারা। হামজার ইনিংসের থেকে ৮৯ রান কম করেছে সোহাল।

ইনিংসে পাঁচ বোলার ব্যবহার করেছিল সোহাল। পাঁচ জনই রান দিয়েছেন। তবে সব থেকে বেশি রান দিয়েছেন এম ওয়ারিস। ২ ওভারে ৭৩ রান দিয়েছেন তিনি। অর্থাৎ প্রতি ওভারে ৩৬.৫০ রান করে দিয়েছেন তিনি।

ভিডিও দেখতে ক্লিক করুন

সূত্র : এনডিটিভি।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর