২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৪৯

রোনালদোর ৭৫০ গোলের মাইলফলক, জয় পেল আল নাসের

অনলাইন ডেস্ক

রোনালদোর ৭৫০ গোলের মাইলফলক, জয় পেল আল নাসের

ফাইল ছবি

বয়স পেরিয়ে গেছে ৩৯ বছর, কিন্তু প্রতিপক্ষের গোলমুখে এখনও সেই আগের মতোই ধারাল ক্রিস্তিয়ানো রোনালদো। মাঠে নামলেই গোল করছেন তিনি। আল শাবাবের বিপক্ষেও শুরুতে পথ দেখালেন দলকে। স্পর্শ করলেন নতুন এক মাইলফলক। রোমাঞ্চকর জয় পেল আল নাসের।

সৌদি প্রো লিগের ম্যাচে রবিবার (২৫ ফেব্রুয়ারি) দারুণ পারফরম্যান্স উপহার দিল পয়েন্ট টেবিলের ১১ নম্বর দল আল শাবাব। দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় তারা। তাতে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় আল নাসের। তবে আন্দেরসন তালিসকা তা হতে দেননি। শেষ দিকে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান গড়ে দেন তিনি। ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসের।

প্রতিপক্ষের মাঠে ২১তম মিনিটে সফল স্পট কিকে মাইলফলক ছোঁয়া গোলটি করেন রোনালদো। শাবাবের ডি-বক্সে তাদের ইয়াগো সান্তোসের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টিটি দেন রেফারি। ক্লাব ফুটবলে পর্তুগিজ তারকার মোট গোল হলো ৭৫০টি। আর ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে সংখ্যাটা ৮৭৭।

এই বছরে চার ম্যাচ খেলে প্রতিটিতেই গোল করলেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার জালের দেখা পেলেন টানা ৯ ম্যাচে। ২২ গোল করে আছেন আসরের গোলদাতার তালিকার শীর্ষে।

প্রথমার্ধের শেষ সময়ে সমতা টানেন ইয়ানিক কারাসকো। তবে বিরতির পর খেলা শুরু হতেই তালিসকার গোলে ফের এগিয়ে যায় আল নাসের। এই দফায় অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি আল নাসের। ৬৭তম মিনিটে কার্লোসের লক্ষ্যভেদে আরও একবার সমতায় ফেরে শাবাব।

৮৬তম মিনিটে জয়সূচক গোলের দেখা পায় আল নাসের। সতীর্থের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার।   লিগে আল নাস্‌রের এটি টানা ষষ্ঠ জয়। ২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর