২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১৫:৫৪

বিপিএল ফাইনাল মাঠে গড়াবে যখন

অনলাইন ডেস্ক

বিপিএল ফাইনাল মাঠে গড়াবে যখন

আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনাল। শুক্রবার শিরোপা জয়ের মিশনে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে শক্তিশালী রংপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তামিমের দল। 

বিপিএল টেকনিক্যাল কমিটির আহ্ববায়ক রকিবুল হাসানের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। তবে ফাইনালে দুই ইনিংসের মাঝে বেশি সময় বিরতি রাখা হয়েছে। সাধারণত ইনিংস বিরতি ১০ মিনিট দেওয়া হয়। তবে ফাইনালে সেই বিরতি থাকবে ২০ মিনিট। সাড়ে ছয়টায় খেলা শুরু হয়ে ৮টায় প্রথম ইনিংস শেষ হওয়ার কথা। এ ছাড়া ৮ টা ২০ মিনিটে দ্বিতীয় ইনিংস শুরু হয়ে ম্যাচ শেষ হবে ৯টা ৫০ মিনিটে। 

বিপিএলের ফাইনালকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উন্মাদনা। জমজমাট এক ফাইনালের প্রত্যাশায় বুঁদ হয়ে আছে দেশের ক্রিকেটাঙ্গন। দশম আসরের ফাইনাল কয়টায় শুরু হবে, কত মিনিটের বিরতি থাকবে তা জানিয়েছে বিপিএল টেকনিক্যাল কমিটি। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর