২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:০৪

বিপিএলে এবার কে কত পাবে

অনলাইন ডেস্ক

বিপিএলে এবার কে কত পাবে

আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনাল। শুক্রবার শিরোপা জয়ের মিশনে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল। এবার চ্যাম্পিয়ন দল পাচ্ছে ২ কোটি টাকা। ১ কোটি টাকা পাবে রানার্স আপ দর।

শুক্রবারে ফাইনাল শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপসহ আরও যেসব পুরস্কার দেওয়া হবে, তাতে মোট প্রাইজামানি দাঁড়াচ্ছে ৩ কোটি ২৮ লাখ টাকা।

তার মধ্যে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা। ফাইনাল সেরার প্রাইজমানি ৫ লাখ টাকা। ৫ লাখ টাকা করে পাবেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারিও। এছাড়া টুর্নামেন্টের সেরা ফিল্ডারের জন্যও থাকছে পুরস্কার। আসর সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। 

সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ফরচুন বরিশালের তামিম ইকবালের সঙ্গে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহীদ হৃদয়। তারা দু’জনের দলই ফাইনালে উঠেছে। ১৪ ইনিংসে ৪৫৩ রান তামিমের, এক ইনিংস কম খেলা হৃদয় করেছেন ৪৪৭ রান। লিগ পর্বেই দল বাদ গেলেও ২২ উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে শরিফুল, দ্বিতীয় অবস্থানে থাকা সাকিবের ১৭ উইকেট।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর