২৫ মে, ২০২৪ ১৭:৩৫

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

ফাইল ছবি

আইসিসির সহযোগী দল যুক্তরাষ্ট্রের কাছে টানা দুই ম্যাচে হেরে সিরিজ হারের লজ্জার নজির গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচে টাইগারদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই বিধ্বস্ত করেছে অভিবাসী মার্কিন ক্রিকেট দল। এবার টাইগারদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।

শনিবার রাত ৯টায় যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে হারলেই হোয়াইটওয়াশ হবে টাইগাররা। ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে শান্ত বাহিনী।

সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ১৫৩ রান করে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১৪৫ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে তীরে গিয়ে তরী ডুবে টাইগারদের। মাত্র ৬ রানে হেরে সিরিজ হাতছাড়া করেন সাকিব-সৌম্যরা।

বাংলাদেশকে টানা দুই ম্যাচ হারিয়ে রীতিমতো উড়ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তৃতীয় টি-টোয়েন্টির আগে দলটির অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল বলেছেন, ‘বাংলাদেশকে দুই ম্যাচ হারিয়েছি আমরা। এখানে থামতে চাই না। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করতে চাই। বিশ্বকাপের আগে এটি আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, গত দুই ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। আমাদের জন্য খুবই হতাশাজনক। মাঝের ওভারগুলোয় আমরা প্রায় প্রতি ওভারেই উইকেট হারিয়েছি। ম্যাচ হারার মূল কারণ এটিই।’

তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ 

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একাদশ 

স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, নীতীশ কুমার, শ্যাডলি ভ্যান শালকউইক, জসদীপ সিং, আলি খান ও সৌরভ নেত্রাভালকার।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর