প্যারিস অলিম্পিকের দশম দিনে চীনকে হটিয়ে পদক জয়ে শীর্ষস্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ ৮৬ পদক যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় স্থানে থাকা চীন পেয়েছে ৫৯টি।
শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্র ২৪টি স্বর্ণ, ৩১টি রৌপ্য আর ৩১টি ব্রোঞ্জসহ মোট ৮৬ পদক পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা চীন ২২টি স্বর্ণ, ২১ রৌপ্য আর ১৬টি ব্রোঞ্জ পেয়েছে। তাদের পদক সংখ্যা সর্বমোট ৫৯। ১৪ স্বর্ণের পাশাপাশি ১২ সিলভার ও ৯টি ব্রোঞ্জ সহ মোট ৩৫ পদক নিয়ে তিন নম্বরে অস্ট্রেলিয়া।
১৩টি স্বর্ণের সাথে ১৬টি সিলভার ও ১৯টি ব্রোঞ্জ সহ মোট ৪৮টি পদক নিয়ে চতুর্থ স্থানে নেমেছে স্বাগতিকরা।পাঁচে থাকা ব্রিটেন ১২টি স্বর্ণ, ১৫টি রৌপ্য ও ১৯টি ব্রোঞ্জ জিতেছে। এছাড়াও দক্ষিণ কোরিয়া ও জাপান ১১টি করে স্বর্ণপদক জিতেছে।
বিডি-প্রতিদিন/বাজিত