বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের বিভিন্ন স্তরে রদবদল হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পরিবর্তন চাইলেন কোচ ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। ক্রিকেট এগিয়ে নিতে নেতৃত্বে পরিবর্তন চান তিনি।
দীর্ঘদিন ধরে ক্রিকেট একই অবস্থায় পড়ে থাকাকে নেতৃত্বের দায় মনে করেন ফাহিম। তিনি বলেন, ‘অবশ্যই দায়টা সবচেয়ে বেশি লিডারশিপে (নেতৃত্বে)। লিডারশিপের মধ্যে পরিবর্তন আনা খুব দরকার। এ জায়গাটা ঠিক থাকলে বাকি জিনিস এমনিতেই ঠিক হয়ে যায়। মানে এখন পুনর্গঠন করতে হলে আইসিসির আইন সংক্রান্ত অনেক বিষয় আছে, অনেক সমস্যা আছে। কিন্তু আমরা তো অবশ্যই চাইবো এমন একটা বোর্ড হবে যেখানে ভালো একজন লিডার থাকবে।’
নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমার যেহেতু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে সেদিক থেকে বলবো বিসিবি কিন্তু যথেষ্ট শৃঙ্খল প্রতিষ্ঠান না। সবাই বাইরের দিকের চাকচিক্য দেখে মনে করে ভিন্ন কিছু। কিন্তু বিসিবির যে সুযোগ ছিল সুশৃঙ্খল হওয়ার তা হয়নি।’
বিডি প্রতিদিন/আরাফাত