৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২১

নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান দলে চমক

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান দলে চমক

নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। চোটের কারণে দলে নেই নাভিদ জাদরান। তবে দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ৩ ক্রিকেটার। তারা হলেন রিয়াজ হাসান, শামস উর রাহমান ও খালিল আহমেদ।

আগামী সোমবার ভারতের গ্রেটার নয়ডায় শুরু হওয়ার কথা দুই দলের লড়াই। কিউইদের বিপক্ষে এই প্রথম টেস্ট খেলতে যাচ্ছে আফগানরা।

২০ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন গুলবাদিন নাইব, ফারিদ আহমেদ ও ইয়ামা আরাব। চোট থেকে সেরে উঠতে না পারায় এই টেস্টে খেলবেন না রাশিদ খান, তা আগেই নিশ্চিত ছিল।


আফগানিস্তান টেস্ট দল:

হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমাত শাহ, আব্দুল মালিক, রিয়াজ হাসান, আফসার জাজাই, ইকরাম আলিখিল, বাহির শাহ, শহিদউল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমারজাই, শামস উর রাহমান, জিয়া-উর-রহমান, জহির খান, কাইস আহমেদ, খালিল আহমেদ, নিজাত মাসুদ।

 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর