শিরোনাম
১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৩

বৃষ্টিতে পরিত্যক্ত; ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

অনলাইন ডেস্ক

বৃষ্টিতে পরিত্যক্ত; ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

বৃষ্টির কারণে আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচের প্রথম চার দিনের খেলা আগেই পরিত্যাক্ত হয়েছিল। একই কারণে এবার পঞ্চম ও শেষ দিনের খেলাও পরিত্যাক্ত হলো। সবমিলিয়ে পাঁচদিনেও কোনো বল মাঠে না গড়ানোয় ম্যাচটি পরিত্যাক্ত হয়েছে।

গ্রেটার নয়ডায় বেশ কয়েকদিন ধরেই অতি বৃষ্টিপাত হয়েছে। মাঠটি আন্তর্জাতিক ক্রিকেটের মান উপযোগী হলেও ভারত সেখানে নিয়মিত না খেলায় ভঙ্গুর পানি নিষ্কাশন ব্যবস্থা ও আউটফিল্ড। যার ফলে কয়েক ঘণ্টা বৃষ্টি হলেই সেখানে ম্যাচ চালানো প্রায় অসম্ভবপর হয়ে উঠে। এবারের টেস্ট অন্তত সেটারই প্রতিচ্ছবি।

মাঝে রোদে দেখা গেলেও আউটফিল্ডের অবস্থা করুণ হওয়ায় খেলা শুরু করা সম্ভব হয়ে উঠেনি। মাঠ কর্মীরা অবশ্য নিজেদের চেষ্টার কমতি রাখেননি একটুও। ফ্যান দিয়ে মাঠ শুকানোর চেষ্টার পাশাপাশি আউটফিল্ডের ভেজা অংশের ঘাসের ব্লক তুলে নতুন ব্লকও বসানো হয়েছে। এত কিছুর পরও টস পর্যন্ত করা সম্ভব হয়নি।

এবারই প্রথমবারের মতো এশিয়ার মাটিতে বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যাক্ত হলো কোনো টেস্ট। ১৯৩৩ সালের পর এশিয়াতে ৭০০ এর বেশি টেস্ট হলেও আগে কখনো এমন ঘটনা ঘটেনি।

১৯৯৮ সালে পাকিস্তানের ফয়সালাবাদে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টেস্ট ম্যাচটিও পরিত্যক্ত হয়েছিল। সেবার অবশ্য বৃষ্টির কারণ নয়, পরিত্যক্ত হয়েছিল ঘন কুয়াশার কারণে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর