চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। আগামী বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট। তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ভারতের বোলার–ব্যাটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিলরা ব্যাট নেটে ব্যাট চালানোর প্রস্তুতি নিচ্ছেন। যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা ব্যস্ত বোলিংয়ে।
কোহলি বরাবরই একটু আলাদা। তিনি নেটে বাড়তি সময় দিচ্ছেন। প্রায় আট মাস টেস্ট ক্রিকেটে ফিরছেন এই তারকা ব্যাটার। এবার শুধু ডিফেন্সিভ নয় আগ্রাসী ব্যাটিংয়ের চর্চাও করছেন কোহলি। চার-ছক্কাও মেরেছেন ধুমধারাক্কা।
নেটে অনুশীলনের সময় তো কোহলির মারা ছয়ে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের একটি দেয়ালই ফুটো হয়ে গেছে।কোহলির সেই শটের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ইন্টারনেট ব্যবহারকারী সেই ভিডিওতে মন্তব্য করেছেন, ‘চিপকে (চেন্নাইয়ের যেখানে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের অবস্থান) অনুশীলন সেশনে ছক্কা মেরে বিরাট কোহলি দেয়াল ভেঙে ফেলেছেন।’ আরেকজনের মন্তব্য ছিল এ রকম, ‘গোট (সর্বকালের সেরা) শাসন করতে আসছেন।’
চিপকের ঠিক কোন জায়গার দেয়ালে ফুটো হয়েছে, সেটা জানা যায় আরেকজনের মন্তব্যে, ‘অনুশীলনের সময় বিরাট কোহলি ছক্কা মেরে চিপকে ভারত দলের ড্রেসিংরুমের দেয়াল ভেঙে ফেলেছেন।’
বিডি প্রতিদিন/নাজমুল