এই বছরও সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে অস্ট্রেলিয়া। তবে সিরিজটি ছিল তাদের ঘরের মাঠে। প্রায় ১০ বছর পর ২০২৫ সালে ক্যারিবিয়ায় টেস্ট খেলবে তারা।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অস্ট্রেলিয়া সবশেষ টেস্ট খেলেছিল ২০১৫ সালে। দুই টেস্টের সিরিজটিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল সফরকারীরা। আসন্ন সিরিজটি দুই দলের জন্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্রের প্রথম সিরিজ।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের তিন ভেন্যু বার্বাডোজ, গ্রেনাডা এবং জ্যামাইকায় হওয়ার সম্ভাবনা রয়েছে সিরিজটি। এই সিরিজে একই সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল, যা আগেই নির্ধারণ করা হয়েছিল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ চলতি বছরে নিজেদের ঘরের মাটিতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। যেখানে শামার জোসেফের কীর্তি গড়া ম্যাচে গ্যাবায় ৭ রানে জিতে যায় ক্যারিবীয়রা। তাতে ২১ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় তারা। সিরিজটি ড্র হয় ১-১ ব্যবধানে।
বিডি প্রতিদিন/এমএস