বক্সিং ডে টেস্টে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। এই ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একাদশে ফিরেছেন বাবর আজম।
তাকে জায়গা দেওয়ায় আব্দুল্লাহ শফিককে বাদ দিয়েছে পিসিবি। এর আগেই প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে শাহীন আফ্রিদিকে। এই সিরিজেও যথারীতি পাকিস্তানের নেতৃত্বে আছেন শান মাসুদ।
ব্যাটিং আক্রমণে বাবর-রিজওয়ানের সঙ্গে আছেন সাইম আইয়ুব ও সাউদ শাকিল। এছাড়া, দুই অলরাউন্ডার সালমান আলী আঘা ও আমের জামাল তো থাকছেনই। বোলিং আক্রমণে থাকছেন নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস ও খুররম শাহজাদ।
সিরিজটি পাকিস্তানের জন্য তেমন গুরুত্বপূর্ণ না হলেও প্রোটিয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুই ম্যাচের একটিতে জিততে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করবে তারা। তবে, পাকিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে প্রোটিয়াদের।
বক্সিং ডে টেস্টে পাকিস্তানের একাদশ :
শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, সাউথ শাকিল, আমের জামাল, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আব্বাস।
বিডি প্রতিদিন/কেএ