টস জিতে বুলাওয়েতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে দারুণ অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। শন উইলিয়ামসের অপরাজিত ১৪৫ এবং বেন কারেন ও ক্রেইগ আরভিনের হাফ সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৪ উইকেটে প্রথম ইনিংসে ৩৬৩ রান তুলেছে স্বাগতিকরা।
প্রথমবার জিম্বাবুয়েতে টেস্ট খেলছে আফগানিস্তান। সেটিও বক্সিং ডে’তে। তার জন্য দর্শকদের টিকিট ফ্রিতেই দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।
জিম্বাবুয়ের বিশাল পুঁজির কারিগর উইলিয়ামস। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে ১৪৫ রানে অপরাজিত তিনি। ১৬১ বলের ইনিংসটি গড়া ৩ ছক্কা ও ৯ চারে।
২০২১ সালের মার্চে আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টে ক্যারিয়ার সেরা ১৫১ রানের ইনিংস খেলেন উইলিয়ামস। এবার সেটি পেরিয়ে যাওয়ার সুযোগ অভিজ্ঞ ব্যাটসম্যানের।
উইলিয়ামসের সঙ্গে পঞ্চম উইকেটে ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে ৬ চারে ৫৬ রান করেন ক্রেইগ আরভিন। টেস্টে জিম্বাবুয়ে অধিনায়কের এটি ষষ্ঠ ফিফটি।
টেস্টে অভিষেকে ব্যাট হাতে আলো ছড়ান বেন কারান। ইংলিশ দুই ক্রিকেটার টম ও স্যাম কারানের ভাই বেন ১১ চারে করেন ৬৮ রান। বেন ছাড়াও দুই দল মিলিয়ে আরও পাঁচ জনের টেস্ট অভিষেক হয়েছে এই ম্যাচে।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩৬৩/৪ (গাম্বি ৯, কারান ৬৮, কাইতানো ৪৬, উইলিয়ামস ১৪৫*, মায়ার্স ২৭, আরভিন ৫৬*; নাভিদ ১৪-০-৬৪-১, ওমারজাই ১১-১-৩৮-০, গাজানফার ২২-৩-৮৩-২, জাহির ১৮-০-৮৮-১, জিয়া ১১-১-৪১-০, মালিক ৬-১-২৩-০, শাহিদি ৩-০-১৬-০)
বিডি প্রতিদিন/এমএস