টপ অর্ডার ব্যাটাররা দুর্দান্ত শুরু করেছিলেন। বিশেষ করে অভিষিক্ত স্যাম কন্সটাস। এই তরুণের ওপেন করতে নামা সঙ্গে উসমান খাজা ও তিনে নামা মার্নাস ল্যাবুশেন, টপ অর্ডারের এই তিন ব্যাটারই ফিফটি পেয়েছেন। আর চারে নেমে সেঞ্চুরি করেছেন স্টিভেন স্মিথ। মেলবোর্ন টেস্টে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছে ৪৭৪ রানে।
এমন দিনে রেকর্ড গড়েছেন স্মিথ। তবে যেভাবে তিনি আউট হয়েছেন তা অদ্ভুতই বটে। আকাশ দীপের বলে উইকেট ছেড়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন স্মিথ। বল ব্যাটে লেগে পায়ের নিচের অংশে আঘাত হানে। সেখান থেকে এক, দুই, তিন ড্রপে স্টাম্পে! —চেয়ে চেয়ে নিজের বোল্ড আউট হওয়া দেখলেন স্মিথ। থামলেন ১৪০ রানে।
তবে ফেরার আগে ভারতের বিপক্ষে রেকর্ড ১১তম সেঞ্চুরির দেখা পেয়েছেন স্মিথ। এত দিন ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের—৫৩ ইনিংসে ১০টি। স্মিথ ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের পর এবার আরেকটি সেঞ্চুরি করে রুটকে ছাড়িয়ে গেছেন ৪৩ ইনিংসেই।
এর আগে, প্রথম দিনে অস্ট্রেলিয়ার রান ছিল ৬ উইকেটে ৩১১, স্মিথ অপরাজিত ছিলেন ৬৮ রানে। আজ বাকি চার উইকেটে আরও যে ১৬৩ রান যোগ হয়েছে, তার প্রায় অর্ধেকই (৭২) স্মিথের। যার সুবাদে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছে ৪৭৪।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ