সময়টা ভালো যাচ্ছে না মোহাম্মদ সিরাজের। অস্ট্রেলিয়ার পেস বান্ধব উইকেটে দলের অন্যতম সেরা অস্ত্র হতে পারতেন এই পেসার। কিন্তু অফফর্মে থাকায় এবার সিরাজকে দল থেকেই বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।
২০২১-২২ মৌসুমের অস্ট্রেলিয়া সফরে ভারতের সফল অভিযানে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সিরাজ। সেবার ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের সিরিজ জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। এবার এখনও পর্যন্ত সবমিলিয়ে ১৩ উইকেট পেলেও সেভাবে ইমপ্যাক্ট ফেলতে পারছেন না এই পেসার।
চলমান মেলবোর্ন টেস্টে তার পারফরম্যান্স গ্রাফ আরও নিম্নমুখী। প্রথম ইনিংসে ২৩ ওভার বোলিং করে ১২২ রান দিয়েও কোনো উইকেট শিকার করতে পারেননি। নতুন বলে তার ওপর ভরসা রাখলেও সেটার প্রতিদান দিতে পারেননি তিনি।
স্টার স্পোর্টসকে গাভাস্কার বলেছেন, ‘আমার মনে হয়, সিরাজের সম্ভবত একটু বিরতি প্রয়োজন। আমি আসলে সত্যিকারের বিরতির কথা বলছি না, তাকে বলা দরকার পারফরম্যান্স না করার জন্য দল থেকে বাদ দেওয়া হচ্ছে। একটা সময় আসে, তখন সরাসরি মূল কথাটাই বলা উচিত।’
‘কঠোরভাবে বলতে হবে ‘দেখো, তোমার পারফরম্যান্স চাওয়া অনুযায়ী হয়নি এবং তাই তোমাকে বাদ দেওয়া হচ্ছে’। ‘বিশ্রামের’ কথা বললে খেলোয়াড়দের ভুল ধারণা হয়। তারা মনে করে, তাদের খেলায় উন্নতির দরকার নেই।’-যোগ করেন তিনি।
চলমান সিরিজে খরুচে বোলারের তালিকায় সবার ওপরে সিরাজ। তাকে পরামর্শ দিয়ে গাভাস্কার বলেন, ‘কিন্তু আমার মনে হয় সিরাজকে বলা দরকার, ‘দেখো, সহায়ক পিচে তোমার কাছ থেকে আমরা যেমনটা আশা করেছিলাম, তুমি ততটা ভালো বোলিং করতে পারছ না।’এটা এমন একটা বিষয় যা বলা দরকার। যদি দলে দুটি পরিবর্তন করতে চান, জাসপ্রিত বুমরাহকে সাহায্য করতে প্রাসিধ কৃষ্ণা ও হার্শিত রানাকে নিন। যে করেই হোক, এটা করুন।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ