১৭৩ রানের লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতেই ১২১ রান করে ফেলে শ্রীলঙ্কা। কিন্তু, এরপরই পথ হারিয়ে দলটির জয়ের আশা ফিকে হয়ে গেল। চার বলে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন জ্যাকব ডাফি। শেষ দিকে দ্যুতি ছড়ালেন ম্যাট হেনরি। তাদের চমৎকার বোলিংয়ে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়লো নিউজিল্যান্ড।
শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টি-টোয়েন্টি ৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। ১৭২ রানের পুঁজি গড়ে লঙ্কানদের তারা থামিয়ে দিয়েছে ১৬৪ রানে।
এর আগে, আগে ব্যাট করে নিউজিল্যান্ড প্রথম ১০ ওভারে ৬৫ রানে ৫ উইকেট হারায়। পরে তারা পঞ্চম উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে ৬০ বলে ১০৫ রানের একটি রেকর্ড জুটি গড়ে ম্যাচে ফিরে আসে। এর ফলে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে।
শ্রীলঙ্কা লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভারে বিনা উইকেটে ১২০ রান তুলে ফেলেছিল। তবে এরপর নিউজিল্যান্ড দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে, ম্যাচটি রোমাঞ্চকরভাবে নিজেদের দিকে টেনে নেয়। শেষ ওভারে ১৪ রান দরকার হলেও শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে মাত্র ৫ রান সংগ্রহ করে এবং নিউজিল্যান্ড ৮ রানে জয়ী হয়।
ম্যাচের গতিপথ পাল্টে দেওয়া বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ডাফি। এই পেসার ৪ ওভারে ২১ রান দিয়ে পান ৩ উইকেট। ১৯তম ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট নেওয়া হেনরির বোলিং বিশ্লেষণ, ৪-০-২৮-২। জ্যাকরি ফুকস ৪১ রান দিয়ে ধরেন দুই শিকার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭২/৮ (রবিনসন ১১, রাভিন্দ্রা ৮, চ্যাপম্যান ১৫, ফিলিপিস ৮, মিচেল ৬২, হে ০, ব্রেসওয়েল, স্যান্টনার ১*, ফুকস ১; তুষারা ৪-০-২৮-০, বিনুরা ৪-০-২২-২, থিকশানা ৪-০-২৯-২, পাথিরানা ৪-০-৬০-১, হাসারাঙ্গা ৪-০-৩৩-২)
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৪/৮ (নিসাঙ্কা ৯০, মেন্ডিস ৪৬, পেরেরা ০, কামিন্দু ০, আসালাঙ্কা ৩, রাজাপাকসা ৮, হাসারাঙ্গা ৫, থিকশানা ১, বিনুরা ৪*, পাথিরানা ০*; হেনরি ৪-০-২৮-১, ডাফি ৪-০-২১-৩, ফুকস ৪-০-৪১-২, স্যান্টনার ৪-০-২৬-০, ব্রেসওয়েল ৩-০-৩০-০, রাভিন্দ্রা ১-০-১৪-০)
ম্যান অব দা ম্যাচ: জ্যাকব ডাফি
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে নিউজিল্যান্ড
বিডি প্রতিদিন/এমএস