বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ কয়েকটি আসরে খেলেছেন থিসারা পেরেরা। এবার তাকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে ঢাকা ক্যাপিটালস। যদিও, দলটির সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় ছিলেন লিটন দাস। আসন্ন বিপিএলে ঢাকার অ্যাঙ্করের ভূমিকায় দেখা যাবে লিটনকে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে লিটনকে সমর্থন দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন পেরেরা। ব্যাটিং-বোলিং মিলিয়ে দলের ভারসাম্য নিয়ে খুশি থিসারা।
রবিবার ঢাকার অধিনায়কত্ব পেয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।
এ সময় তিনি বলেন, আমরা সবাই জানি, লিটন আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে যদি রান করে তাহলে আমরা এগিয়ে থাকব। আমরা সবাইকেই সমর্থন দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে লিটনকে, সে অতীতেও দারুণ করেছে। আমরা কেউই ফেইল করতে চাই না। তবে আমি একটা কথা বলতে পারি লিটন আমাদের ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা ক্রিকেটার। ব্যাটিং-বোলিং ইউনিট হিসেবে এই মুহূর্তে সবকিছুই ঠিক আছে। লিটনকে অ্যাঙ্করের ভূমিকা দেওয়া হয়েছে।
থিসারা বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কী হয় সেটি আমরা সবাই জানি। অধিনায়কত্ব এখানে শুধুই লেভেল। প্লেয়ার হিসেবে আমরা সবাই অধিনায়কত্ব শিখি। তাই আমরা ভাবছি না কে আমাদের অধিনায়ক, কে সিনিয়র প্লেয়ার, কে জুনিয়র প্লেয়ার। আমরা আমাদের ক্রিকেট ক্যারিয়ার এগিয়ে নেই। এটা শুধুই একটা লেভেল। অধিনায়ক কে বা কে সিনিয়র ক্রিকেটার, এটা নিয়ে আমরা ভাবছি না।
বিপিএলে খেলার অভিজ্ঞতা নিয়ে এই লঙ্কান অলরাউন্ডার বলেন, আমি শেষ বেশ কয়েকটি বিপিএলে খেলেছি। স্থানীয় ক্রিকেটারদের অনেকেই আমার সঙ্গে খেলেছে। তাই আমি জানি তাদের কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়ে এবং সেরাটা বের করে আনতে হয়। এই দলে আন্তর্জাতিক ক্রিকেটাররা কিছুটা অপরিচিত, হয়ত ওরা ওদের জাতীয় দলের হয়ে খেলে না, কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করে থাকে। এজন্যই আমরা তাদের নিয়েছি। আর স্থানীয় ক্রিকেটারদের মধ্যে আমরা সেরাদেরই বেছে নিয়েছি।
ঢাকা ক্যাপিটালস স্কোয়াড : তানজিদ হাসান তামিম, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, স্টিফেন এস্কেনজাই, থিসারা পেরেরা, জনসন চার্লস, স্টিফেন এসকেনজাই, চতুরঙ্গ ডি সিলভা, জহুর খান, রিয়াজ হাসান, শাহনাওয়াজ দাহানি, জেপি কোৎজে, সুবাশ রঞ্জন, আমির হামজা হোটাক (আফগানিস্তান), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।
বিডি প্রতিদিন/কেএ