স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের ভোগান্তি কমাতে বিভিন্ন উদ্যোগের কথা বলেছে বিসিবি। সেই ধারাবাহিকতায় এবারের বিপিএলে করা হয়েছে বিনামূল্যে পানির ব্যবস্থা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হতে যাওয়া বিপিএলের ১১তম আসরে প্রতিটি ম্যাচে বিনামূল্যে পানি পান করতে পারবেন দর্শকরা। টুর্নামেন্টের ড্রিংকিং পার্টনারের নাম ঘোষণার আয়োজনে রবিবার এর পুরো প্রক্রিয়া জানানো হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী, জুলাই গণআন্দোলনে প্রাণ হারানো মীর মুগ্ধের নামে 'মুগ্ধ কর্নার' করা হবে স্টেডিয়ামের গ্যালারিতে। সেখানেই রাখা হবে বিনামূল্যে পানি পানের ব্যবস্থা।
বিপিএলের ড্রিংকিং পার্টনার পুষ্টি কনজিউমারের ব্যবসায়িক প্রধান আলম চৌধুরি জানান, বিন মূল্যে পানির জন্য পুরো স্টেডিয়ামে ছয়টি কর্নার থাকবে। এর প্রতিটিতে চারটি করে বুথে একসঙ্গে পানি পান করতে পারবেন দর্শকরা।
এসময় টিকে গ্রুপের ব্যবসা পরিচালক মোফাসসের হক বলেন, প্রতিদিন ৫ ঘণ্টার মধ্যে গড়ে ১০ হাজার বেশি দর্শকের জন্য পানির ব্যবস্থা করতে পারবেন তারা। চাহিদার ভিত্তিতে প্রয়োজন পড়লে আরও বেশি পানিও সরবরাহ করা হবে বলে জানান তিনি।
টুর্নামেন্টের অন্য দুই ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামেও 'মুগ্ধ কর্নার' এর মাধ্যমে বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/এমএস