অবশেষে জিতল ম্যানচেস্টার সিটি। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে দিল তারা। গত পাঁচটি ম্যাচে জয় পায়নি ম্যানচেস্টার সিটি। এর আগে প্রিমিয়ার লিগে চারটি ম্যাচে জয় পায়নি তারা। চ্যাম্পিয়ন্স লিগে হারতে হয়েছিল জুভেন্টাসের বিরুদ্ধে। সেই দলের মুখে রবিবার হাসি ফোটালেন আর্লিং হালান্ডেরা।
প্রিমিয়ার লিগে শেষ ১০টি ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে ম্যানচেস্টার সিটি। ড্র করেছিল দু’টি ম্যাচে। রবিবারের জয়টি শেষ ১০ ম্যাচের মধ্যে দ্বিতীয় জয়। রবিবার লেস্টারের বিরুদ্ধে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় পেপ গার্দিওয়ালার দল।
ফিল ফোডেন দূরপাল্লার শট আটকে দিয়েছিলেন লেস্টারের গোলরক্ষক ইয়াকুব স্টোলারজিক। কিন্তু ফিরতি বলে গোল করে যান সেভিনহো। ২১ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে গোল করেন হালান্ড। সেই গোলেও অবদান রয়েছে সেভিনহোর। তাঁর করা ক্রস থেকেই হেডে গোল করেন হালান্ড।
লেস্টারকে হারিয়ে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল ম্যানচেস্টার সিটি।
বিডি প্রতিদিন/নাজমুল