স্নিকোমিটারে বল ব্যাটের ধারে লেগেছে বা গ্লাভসে ছুঁয়েছে কি না, এর কোনো প্রমাণ মেলেনি। কিন্তু খালি চোখে তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত যা দেখলেন, তা কোনোভাবেই এড়িয়ে যেতে পারেননি তিনি।
তাই প্রযুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে জায়ান্ট স্ক্রিনে আউটের সিদ্ধান্ত দেন এই আম্পায়ার।
সেই অস্বাভাবিক আউটের শিকার যশস্বী জয়সওয়াল। বলা যায় ম্যাচ বাঁচাতে তখন ভারতের একমাত্র নির্ভরতা ছিলেন তিনি। ব্যাট করছিলেন ৮৪ রানে। কিন্তু প্যাট কামিন্সের বলে হুক করতে গিয়ে ক্যাচ দেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে। স্নিকোমিটারে কিছু না বোঝা গেলেও স্পষ্টতই দেখা যায় জয়সওয়ালের ব্যাটে লেগে বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে সাজঘরের ফেরার আগে অনফিল্ড আম্পায়ারদের সঙ্গে তর্ক করেন জয়সওয়াল।
ভারতের অধিনায়ক রোহিত শর্মাও বিশ্বাস করেন বল জয়সওয়ালের ব্যাটে কিংবা গ্লাভসে লেগেছে। কিন্তু দিনশেষে তিনি দুষলেন প্রযুক্তিকেই।
ভারতীয় অধিনায়ক বলেন, 'আমি জানি না কীভাবে এর ব্যাখ্যা করব। কারণ প্রযুক্তিতে কিছুই ধরা পড়েনি, তবে খালি চোখে দেখলে মনে হবে সে (জয়সওয়াল) বল স্পর্শ করেছে। আমি জানি না, আম্পায়াররা কীভাবে প্রযুক্তি ব্যবহার করতে চান, কিন্তু ন্যায্যতার কথা ভাবলে, আমি মনে করি বল তার (ব্যাটে) লেগেছে।'
'আমরা জানি, প্রযুক্তি শতভাগ নির্ভুল নয়। তবে বেশিরভাগ সময় আমরাই এর ভুল দিকে পড়ে যাই। এটাই আমাদের দুর্ভাগ্য।'
বিডি প্রতিদিন/এমএস