বিপিএলের উদ্বোধনী দিনে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এক জয় পায় রংপুর রাইডার্স। সেই ম্যাচে আগে ব্যাট করে ১৯১ রান তোলে দলটি। যদিও দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিল না দলটি। মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ উইকেটে ১৫৫ রান তুলতে সক্ষম হয়েছে তারা।
এ দিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর। সিলেট স্ট্রাইকার্সের তোপে ফিরে যান অ্যালেক্স হেলস, স্টিফেন টেইলর ও সাইফ হাসান। সেখান থেকে ৪১ রানের জুটি গড়েন রংপুরের দুই পাকিস্তানি স্পিন অলরাউন্ডার ইফতিখার আহমেদ ও খুশদীল শাহ।
শেষ দিকে রানের গতি কিছুটা পুষিয়ে দিয়েছেন সোহান-মেহেদী। দলকে ছয় উইকেটে এনে দিয়েছেন ১৫৫ রানের সংগ্রহ।
রংপুরের হয়ে ৪ চার ও ২ ছক্কার ইনিংসে ২৪ বলে ৪১ রান করেন সোহান। ১৬ বলে দুই চার ও এক ছক্কায় ২১ রান করেন খুশদীল। ইফতিখার শেষ পর্যন্ত খেলে করেন ৪২ বলে ৪৭ রান। তার ব্যাট থেকে আসে চারটি চার ও একটি ছয়ের মার। বল হাতে সিলেটের তানজিম হাসান সাকিব ও আল আমিন হোসেন নেন দুটি করে উইকেট।
বিডি প্রতিদিন/কেএ