বাংলাদেশের আম্পায়ারদের মান নিয়ে রয়েছে অজস্র অভিযোগ। তার মাঝেও আশার আলো হয়ে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মেলবোর্ন টেস্টে যশস্বী জয়সওয়ালের ক্যাচ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই ভারতীয়দের সমালোচনা করেছেন, দেশটির সাবেক এক ক্রিকেটার। ভারতের সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্না কিছু ভারতীয় ক্রিকেটারকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন।
এদিকে অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি প্রশংসা করেছেন বাংলাদেশি আম্পায়ার সৈকতের। মেলবোর্নে তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বলে মন্তব্য করেন ক্যারি।
বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট খেলতে অস্ট্রেলিয়া-ভারত দল এখন সিডনিতে। কিন্তু এমসিজি'র ঐতিহাসিক বক্সিং ডে টেস্টের রেশ যেন কাটছেই না। ভারতীয়রা কোনোভাবেই মানতে চায় না, জয়সওয়াল উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। উদ্ভট সব তত্ত্ব দিয়ে চলেছে দেশটির ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা। ইস্যুটা যে তারা সহজেই ভুলবে না সেটাও অনেকটা নিশ্চিত ভাবেই বলা যায়।
স্নিকোতে কিছু দেখা না গেলেও, বলের ডেভিয়েশন ও গতি দেখেই আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যে সিদ্ধান্তের প্রশংসা করেছেন বিভিন্ন দেশের সাবেক তারকা ক্রিকেটাররা। রোহিত শর্মাও বিতর্কের পথে যাননি। যদিও ব্যতিক্রম ছিলেন সুনীল গাভাস্কার।
এদিকে জয়সওয়ালের ক্যাচ নেয়া অ্যালেক্স ক্যারিও সৈকতের পক্ষেই কথা বলেছেন। বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তের প্রশংসা করলেও, খোঁচা মেরেছেন স্নিকো প্রযুক্তিকে। গতি তারকা মিচেল স্টার্কের সিডনি টেস্টে খেলা নিয়ে শঙ্কা দেখা দিলেও, শেষ ম্যাচে তিনি মাঠে নামবেন বলেই বিশ্বাস ক্যারির।
অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি বলেন, ‘আমার কোনো সন্দেহ ছিল না, আমি মনে করি স্পষ্ট প্রমাণ ছিল তৃতীয় আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। স্নিকো এই সিরিজে একটু উদ্ভট কাজ করছে। আমার মনে হয় তৃতীয় আম্পায়ার সত্যিই ভালো সিদ্ধান্ত নিয়েছেন।’
স্নিকো প্রযুক্তিরই উদ্ভাবক বিবিজি স্পোর্টসের প্রতিষ্ঠাতা ওয়ারেন ব্রেনান। জয়সওয়ালে আউট নিয়ে ব্রেনার বলেন, ‘(জয়সওয়ালের) এই শটটাও তেমনই একটা শট, যেটায় কোনো শব্দ হয়নি। স্নিকোও তা–ই কোনো শব্দ (তরঙ্গ চিহ্ন) দেখায়নি। আমি অডিও পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনিও বলেছেন কোনো শব্দ হয়নি। সম্ভবত হট স্পটই এ ক্ষেত্রে সমাধান দিতে পারত।’
শুক্রবার (৩ জানুয়ারি) সিডনিতে সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত। ৫ ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে আছে অজিরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ