এখনই এ নিয়ে কিছু বলতে চান না আনচেলত্তি।
লিভারপুলের ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে নিয়ে রিয়ালের আগ্রহের কথা শোনা যাচ্ছে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইংলিশ রাইট-ব্যাককে দলে টানা চেষ্টায় একবার ব্যর্থ হয়েছে স্প্যানিশ ক্লাবটি। চলতি মৌসুমের পর লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের।
হাঁটুর চোটে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন রেয়ালের প্রথম পছন্দের রাইট-ব্যাক দানি কারভাহাল। স্প্যানিশ এই ফুটবলারের জায়গায় নতুন কাউকে দলে যোগ করা নিয়ে কথা বলতে নারাজ আনচেলত্তি।
তিনি বলেন, “এই বিষয়ে কথা বলা কঠিন। দেখব, কি হয়। আমি শুধু এটুকু বলতে পারি। জানুয়ারিতে আমাদের অনেক খেলা আছে, আমরা সেদিকে মনোযোগী। এই মুহূর্তে দলবদল নিয়ে কথা বলা আমার জন্য সহজ নয়।”
কারভাহাল চোটে পড়ার আগে থেকেই অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে যোগাযোগ করছে রিয়াল। স্প্যানিশ এই ফুটবলার দীর্ঘ দিনের জন্য ছিটকে পড়ায় তাদের এই চেষ্টা পেয়েছে বাড়তি মাত্রা।
আনচেলত্তি বলেন, “আমি এটা (অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে দলে টানার চেষ্টা) নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা নিয়ে কথা বলার সময় এখন নয়। আমি বলেছি, আমরা দেখব, দেখব। যে স্কোয়াড আছে তাতে আমি খুশি। আমাদের অনেক সমস্যা ছিল, কিন্তু আমরা সবসময়ই তা কাটিয়ে উঠতে পেরেছি।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ